চাঁদ মামা
সিঁড়ি নামা
আমি চাঁদে চড়বো,
চাঁদ বুড়ি
থুরথুরি
আমি তাকে ধরবো।
পাটে পাটে
সুতো কাটে
ওই সুতো কিনবো,
সুতো নিয়ে
সুঁই দিয়ে
জামা বুনে পিনবো।
_____♦_____
রচনাঃ- ১১ / ৯ / ২০২৩ ইং, সোমবার,
টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।