তোমার সাথে বাস জার্নি করার খুব একটা ইচ্ছা ছিলো আমার!
আমার কাঁধে তুমি মাথা রেখে আর
তোমার কাঁধে আমি হাত রেখে -
আমরা দু'জন পাশাপাশি বসবো!
( ইশ! বাসটা যদি সম্পূর্ণ খালি হতো -
বাসের যাত্রী শুধু আমরা দু'জন,
তুমি এবং আমি!)
বাস এগিয়ে যাবে গন্তব্যের উদ্দেশে..
আমরা দুজন চুপচাপ বসে থাকবো হাতে হাত ধরে!
মাঝে মাঝে আমাদের চোখোচোখি হবে গভীর দৃষ্টিতে..!
হয়ত পরস্পরের নিঃশ্বাসের উষ্ণতা দু'জনার ঠোঁট স্পর্শ করবে!
যদি এই গন্তব্যের শেষ না হতো কোনোদিন!
_____♦️_____
রচনাকাল - ৩০ / ৬ / ২০২৩ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।