মুষলধারায় বৃষ্টি ঝরে
আকাশ ডাকে খুব,
ঝরা বৃষ্টির শীতল জলে
শুকনো পাতার ডুব!

ঝিরিঝিরি বৃষ্টির শব্দ
লাগে মধুর আহ্
বৃষ্টি ভেজা পরিবেশটা
খুব চমৎকার বাহ্।

বারান্দাতে দাঁড়িয়ে আমি
দেখি বৃষ্টির রূপ,
মনটা কেমন উদাস লাগে
হয়ে আছি চুপ।

বৃষ্টি ভেজা হৃদয় আমার
করে রে গুণ গুণ,
মনের ভেতর অতীত স্মৃতি
বাজে রে টুন টুন।

মুষলধারার বৃষ্টিতে আজ
এলো বুঝি বান,
এ মন আমার গুণগুণিয়ে
গায় রে বৃষ্টির গান।

          _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১

রচনাঃ- ১ / ৬ / ২০২১ ইং
সকাল ৮ টা বেজে ৫ মিনিট।
মেরুল বাড্ডা, ঢাকা।