একটি মেয়ে বোরকা পড়ে
রাস্তা ধরে যায় হেঁটে যায়,
নেকাব পড়া মুখটি ঢাকা
কোন সে মায়া ওই চেহারায়।
হিজাব তলে কাজল মাখা
চোখ দু'টি তার টানা টানা
ঠোঁটের ওপর বিন্দু ঘামে
জ্বলছে যেন মুক্তো দানা।
ওই সে মিষ্টি মেয়েটাকে
পরীর মত দেখতে লাগে,
সে কি জানে তাহার তরে
আমার মনে প্রণয় জাগে!
কাজল কালো চোখটি তাহার
যেন তাতে মায়া ঠাসা,
পাগল করা চাউনি তাহার
জাগায় মনে ভালোবাসা।
কখন ওই সে মিষ্টি মেয়ে
আসবে হেঁটে রাস্তা ধরে,
ভালবাসার অপেক্ষাতে
দাঁড়িয়ে থাকি তাহার তরে।
যখন ওই সে মিষ্টি মেয়ে
রাস্তা ধরে হেঁটে আসে,
খুশিতে মন নেচে ওঠে
রঙিন স্বপ্ন হৃদে ভাসে।
মিষ্টি মেয়ে জানো কি তুমি
ভালোবাসি কত তোমায়,
এখন বলো তুমিও কি
এমন ভালোবাসবে আমায়!
_____♦️_____
রচনাঃ- ১৬ / ৮ / ২০২২ ইং,
জামিয়া কাসিমিয়া মহাখালী টি এণ্ড টি কলোনী মাদরাসা, ওয়ারলেস গেইট, মহাখালী, বনানী, ঢাকা।