পুরো নয় মাস যুদ্ধ করে
স্বাধীনতা আনলাম ঘরে,
বীর বাঙালির রাজ,
পাকিস্তানি গেলো হটে,
স্বাধীনতা এলো তটে
তবু কষ্ট আজ।
সীমান্তে লাশ সারি সারি
ঘরে ঘরে আহা জারী,
মাতম বয়ে যায়,
বন্ধু হলো শত্রু আজি,
স্বভাবে সে বড়োই পাজি
স্বার্থ নিতে চায়।
এক সময়ে বন্ধু ছিলো
মিলেমিশে রক্ত দিলো,
কিন্তু আজকে হায়,
বন্ধুর গলায় ছুরি ধরে,
পেছন থেকে তাড়া করে
কোন্ সে স্বার্থে ধায়!
ফারাক্কার ওই বাঁধটা দিয়ে
পানি সবই আটকে নিয়ে,
ধান্ধা করে যায়,
তিস্তা নিয়ে করে খেলা,
অভিনয়ে কাটায় বেলা
স্বার্থের হাসিল চায়।
____♦____
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৪+৪+১
রচনাঃ- ১২ / ১০ / ২০২০ ইং
সোমবার রাত, মেরুল বাড্ডা, ঢাকা।