কালকে ছিলো গায়ে হলুদ
আজ ছিলো তাঁর বিয়ে,
কিন্তু মহান প্রভু তাঁকে
গেলেন ডেকে নিয়ে!

মেহেদী হাতে সন্ধ্যা বেলায়
হলুদ গোসল করে,
খুশি মনে মুচকি হেসে
ঘুমায় নিজের ঘরে।

কে জানিত এ চোখ দু'টো
আর হবে না খোলা,
বিয়ের দিনে মৃত্যু তাহার
যায় কি কভু ভোলা।

ঘুমের ঘোরে প্রাণ পাখি তার
যায় রে আহা উড়ে,
এই পাখি হায় আর কোনোদিন
আসবে না তো ঘুরে।

সকাল বেলা ডাকে সবাই
দেয় না সে আর সাড়া,
বিয়ের খুশি মৃত্যু শোকে
হলো পাগলপারা।

বিয়ের দিনে ছেড়ে গেলো
এই জীবনের মায়া,
খুশির আমেজ ভাঙলো হেথা
নামলো শোকের ছায়া।

                        _____♦️_____

রচনাঃ- ১৮ / ৭ / ২০২৩ ইং মঙ্গলবার, রাত।
মেরুল বাড্ডা, ঢাকা।

___________________________

ফুটনোটঃ-

ছবিতে দেয়া (আমার ফেসবুক পোস্টে দেয়া আছে)  এই লোকটির আজ বিয়ে ছিলো। লোকটাকে চিনি না, কবিবন্ধু মাওলানা তাজুল ইসলাম নাহিদ ভাইয়ের মাধ্যমে একটি মেসেঞ্জার গ্রুপে তার সম্পর্কে জানতে পারি। তিনি মাওলানা তাজুল ইসলাম নাহিদ ভাইয়ের পাশের গ্রামের ছিলেন। গতকাল তার গায়ে হলুদ ছিলো। আজ ছিলো তার বিয়ে। আর নিজের বিয়ের দিনই তিনি আজ মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মহান আল্লাহ্ পাক তাঁকে পরিপূর্ণ ক্ষমা করে দিন, এবং তাঁর কবরের সুওয়াল জওয়াব সহজ করে দিন, এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উঁচু স্থান দান করুন,  আমীন ইয়া আরহামার রাহিমীন।

মহান আল্লাহ্ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন, নেক পাক সুস্থ ও নিরাপদ দীর্ঘ হায়াত দান করুন, হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর সীসা ঢালা প্রাচীরের ন্যায় অটল, অবিচল রাখুন, যখন মৃত্যু দান করেন, ঈমানের সাথে মউত নসীব করেন, এবং আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করুন। আমীন ইয়া আরহামার রাহিমীন।