আজকে মেয়ের জন্মদিনে
আমরা খুশি সবাই,
মেয়ের তরে সবার কাছে
দুয়া চেয়ে যাই।

দুই বছরে পা দিয়েছে
আমার চোখের মণি,
ভালো রাখুন ওকে সদা
সব জাহানের ধনী।

দাদা নানা চাচা মামা  
সবাই দুয়া করে,
বাবা মায়ের দুয়ায় জীবন
উঠুক সুখে ভরে।

দুঃখ কষ্ট যাক চলে যাক
সরে যাক সব দূরে,
জীবন তোমার উঠুক গড়ে
সুখের সুরে সুরে।

তোমার জীবন ভরে উঠুক
প্রভুুর দেয়া নূরে,
হেদায়েতের পথে চলো
শয়তান থাকুক দূরে।

                ___♥___

রচনাঃ-  ২/ ১০ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।    
  
মেয়ের দ্বিতীয় জন্মবার্ষিকী উপলক্ষে রচিত, আল্লাহ্ পাক রাব্বুল আলামীনের দরবারে দুয়া করি- আল্লাহ্ পাক যেন মেয়েকে কবুল করেন, আমীন ইয়া আরহামার রাহিমীন।