আজকে ছোট'র পয়দা দিবস,
     শুভ জন্মদিন।
দীর্ঘ জীবন থাকো বেঁচে,
     কাটুক পূণ্যদিন।

দুঃখ যাহা যাক বহুদূর,
    আসুক হাসির দিন।
কষ্টগুলো যাক মুছে সব,
    বাজুক সুখের বীণ।

হাতের মুঠোয় আসুক তোমার,
    সকল প্রাপ্তি নেমে।
পথের সকল বাধার প্রাচীর,
    সবই পড়ুক ভেঙে।

প্রভু তোমার করুক ভালো,
    জীবনটা হোক আলো।
পূণ্যে ভরে উঠুক জীবন,
    যাক মুছে সব কালো।

     _________♦________

রচনাঃ- ২৬ / ৭ / ২০২০ ইং
রাত ০৯:৪৫ মিনিট।

(২৬ / ৭ / ২০২০ ইং তারিখ আমার ছোট ভাই ওয়েব ডেভেলোপার সাদেক আহমেদ বাপ্পির  জন্মদিন উপলক্ষে লিখিত)