বেলা শেষে জাগলো গো মনে
বোধদয়ের সুর,
যেতে হবে অচিন দেশেতে
পথ যে বহু দূর।
অবুঝের মতন করেছি
কত শত অন্যায়,
বেলা শেষে পড়লো যে এসে
সব কিছুর দায়!
আমার দায় নিবে কি তুমি
যদি তোমায় দেই,
করবে কি গো মুক্ত আমায়
আমার বেলা নেই!
তুমি আমার ছিলে যে বন্ধু
সুখে কিবা দুখেতে,
যাচ্ছি গো ছেড়ে দুনিয়া আজি
ব্যথা বহু বুকেতে।
বেলা শেষে বন্ধু যাচ্ছি চলে
বুকেতে কষ্ট জমা,
গেলো গো বেলা ফুরিয়ে হায়
প্রভু হে করো ক্ষমা!
____♦_____
দৃশ্যাক্ষর ছন্দ ১০+৭
রচনাঃ- ৪ / ৯ / ২০২০ ইং
মেরুল বাড্ডা, ঢাকা।