সবাই শোনেন আসাদ নূরে
করছে বেয়া'দবি,
চিনে রাখেন সবাই তাকে
দিয়ে দিলাম ছবি।
আসাদ নূরে নয় তো ভালো
লোকটা বেজায় মন্দ,
অন্তরে তার বাজে সদা
নবী বিদ্বেষ ছন্দ।
কুলাঙ্গারে বললো কি রে
আমার নবীর শানে,
নাই ক্ষমা নাই কোনো রে ওর
ফেলবো মেরে জানে।
কেনো দিলো নবীকে মোর
দিলো সে কেন্ গালি,
কসাই বেটার মতো তাকে
কাটবো ফালি ফালি!
নাই রে ক্ষমা আসাদ নূরের
নাই খোলা ওর রাস্তা,
শেয়াল-শকুন খাবে ওকে
হবে কুত্তার নাস্তা!
আসাদ নূরে অমানুষ এক
পশু মানুষরূপী,
প্রকাশ্যে তার হোক রে শাস্তি
নয় রে চুপি চুপি।
মুসলিম নামে নাম হলেও সে
কাফির, নাস্তিক, ভণ্ড,
এমন লোকের শাস্তি হলো
নিশ্চিত মৃত্যুদণ্ড।
ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তার
মৃত্যু নিশ্চিত করো,
এমন শাস্তির জন্যই সে আজ
উপযুক্ত বড়ো।
_____♦️_____
রচনাঃ- ৮ / ৮ / ২০২৩ ইং মঙ্গলবার
মেরুল বাড্ডা, ঢাকা।