ঠকে যাবো আমি তবু
ঠকাবো না কভু,
ঠকবাজীতে নবী বেজার
অসন্তুষ্ট প্রভু।
মিথ্যে বলে ধোঁকা দেয়া
মুমিনের কাজ নহে,
বুঝেও সব মেনে নিয়ে
মুমিনরা সব সহে।
কিচ্ছু তোমায় বলছে না তাই
ভেবো না সে বোকা,
ঠকিয়ে তায় দিচ্ছো তুমি
নিজকে নিজে ধোঁকা।
ঠকিয়ে দাও কাউকে যদি
পেয়ে আলা-ভোলা,
তাতে নিজেই করলে ভারী
নিজের পাপের ঝোলা।
থাকতে সময় যাও রে শুধরে
ছাড়ো ধোঁকা-বাজি,
নিজেই করো নিজের বিচার
নিজেই সাজো কাজী।
___♦___
স্বরবৃত্ত ছন্দ - ৪+৪+৪+২
রচনাঃ- ৩১ / ৩ / ২০২৩ ইং
মেরুল বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।