আমাদেরই পাশের রাষ্ট্র ভারত নামক দেশটা,
কূট বুদ্ধিতে সবার সেরা বাদ নেই কোনো চেষ্টা।
কূট কৌশলে বন্ধু থেকে হতে চায় সে প্রভু,
এমনতরো দিবাস্বপ্ন দেখতে নেই যে কভু!

বাংলাদেশের হিন্দুগণে একটু যদি বুঝতো,
ভারত তোষণ ছেড়ে দিয়ে আসল বন্ধু খুঁজতো।
বন্যায় ডুবে নোয়াখালী কুমিল্লা ফেনী সিলেট,
এমন বন্ধুর নেই রে দরকার দাও করে দাও ডিলেট।

প্রতি বছর পানি বন্দী মানুষ শত শত,
চিরচেনা বন্যার দৃশ্য দেখবো রে আর কত!
হিন্দু, মুসলিম, উপজাতি, খৃষ্টান কিংবা বুদ্ধ,
নাই ভেদাভেদ সবাই করে বন্যার সাথে যুদ্ধ।

নদীর পানি শাসন নীতি ভারত একাই একশো,
স্বাধীনতার পঞ্চাশ বছর তোমরা সবাই দেখছো।
বাংলাদেশের স্বার্থের মূল্য নাই তো কানা-কড়ি,
তবু কেনো ভারত প্রীতি তোষণ পড়িমরি।

আমরা সবাই বাংলাদেশী হোক না ভিন্ন ধর্ম,
দেশ গঠনে ধারণ করি এক অভিন্ন মর্ম।
আমরা দেশের নাগরিক সব এটাই চির সত্য,
গরিষ্ঠ বা সংখ্যালঘুর কে আনে ওই তত্ত্ব!

ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশী,
টেকনাফ থেকে তেঁতুলিয়া একই দেহের পেশী।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সম্মিলিত বুকে,
আসুক যত ষড়যন্ত্র সবাই দেবো রুখে।

                       ____♦️____

রচনাঃ- ২১ / ৮ / ২০২৪ ইং, বুধবার,
মেরুল বাড্ডা, ঢাকা।