তুমি সুন্দর!
তাই চেয়ে থাকি!
তোমাকে দেখতে খুব ইচ্ছে করে!
তোমার সৌন্দর্যের রহস্য জানতে ইচ্ছে করে!
কিন্তু পারি না দেখতে!
পারি না জানতে!
তুমি তো আমার নও! অন্যের!
শুধুমাত্র একজনের!
পৃথিবীতে বহু সুন্দরী মেয়ে আছে,
আছে সেইসব সৌন্দর্যের রহস্যও!
কিন্তু সব সৌন্দর্যই তো কেবল একজন পুরুষের নয়!
তাই -
ইচ্ছে করেই দৃষ্টি সংযত করে নিই!
আর অদৃষ্টের লিখন মেনে -
শত ইচ্ছে থাকার পরও -
অ-দেখার নির্মম আঘাতে জর্জরিত হই বারবার!
____♦️____
রচনাঃ- ১ - ৩ / ৭ / ২০২৩ ইং, শুক্রবার এবং সোমবার
মেরুল বাড্ডা, ঢাকা,
ও
তেওতা, শিবালয়, মানিকগঞ্জ।