আকাশ ডাকে গুড়ুম গুড়ুম
মেঘ পরীরা ছুটে,
বজ্রপাতের শব্দে আমার
ঘুমটা গেছে টুটে।
শীতল হাওয়া লাগছে গায়ে
লাগছে খুবই ভালো,
মেঘ পরীদের মন ভালো নেই
মুখটা তাদের কালো।
ঝড়-বাদলের পূর্বাভাসে
কেমন করে মনটা,
কাঁসার বেলে লাগলো বাড়ি
বাজলো ছুটির ঘন্টা।
ছাত্রছাত্রী সবাই মিলে
আসে বাসায় ফিরে,
বারান্দাতে দাঁড়িয়ে আমি
হারাই স্মৃতির ভীড়ে।
একটু পরেই আকাশ ভেঙে
নামলো ঝেঁপে বৃষ্টি,
অবাক চোখে দেখি প্রভুর
এই অপরূপ সৃষ্টি।
______♦______
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২
রচনাঃ- ৩ / ১০ / ২০২৩ ইং, মঙ্গলবার
মেরুল বাড্ডা, ঢাকা।