আজব কথা শুনবি নাকি
আয় রে সবাই ছুটে আয়,
স্কুল ঘরে শেয়াল পণ্ডিত
আজব কথা বলে যায়।
গাছের ডালে লাফায় ঘোড়া
বোঝা টানে বিড়ালে,
স্বর্ণের খনি যায় রে পাওয়া
ফসলের ক্ষেত নিড়ালে।
আম কাঁঠাল সব বিস্বাদ লাগে
মিঠা লাগে মাকালে,
ঝন-ঝনিয়ে টাকা পড়ে
গাছ ধরে কেউ ঝাঁকালে।
এমন আজব দৃশ্য দেখতে
আজব দেশে চলে যাও,
আজব দেশের আজব সবই
আজব শহর নগর গাঁও।
_____♦_____
রচনাঃ- ১১ / ৯ / ২০২৩ ইং, সোমবার।
টেলিক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।