শোন্ রে সবাই আজব কথা
আজব দেশের কাহিনী,
মানুষ থাকে পানির নিচে
ডাঙায় মাছের বাহিনী।
আকাশ গাঙে ওড়ে হাতি
বক হাঁটে ওই মাটিতে,
ইঁদুর ছানা পড়ে বসে
চেয়ার, সোফা, পাটিতে।
হরিণ ভয়ে সিংহ পালায়
পালায় ওই সে বাঘেও,
এমন দৃশ্য দেখি নি তো
এই তো ক'দিন আগেও।
আজব দেশের আজব প্রাণী
গরু ভাসে পানিতে,
ঝোলা হাতে পিঁপড়া ছোটে
কাঁচা বাজার আনিতে।
_____♦_____
রচনাঃ- ১১ / ৯ / ২০২৩ ইং, সোমবার।
টেলিক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।