আপনি ছিলেন ইলমের বাতি
আল্লামা শাহ্ আহমদ শফী,
প্রভুর ডাকে সাড়া দিলেন
ইহজীবন করলেন নফী।

হুসাইন আহমদ মাদানীরই
আপনি ছিলেন খলীফা যে,
পড়তেন হাদীস দরদ ভরে
নিজ শায়েখের আদর্শে তে।

বসতেন আপনি রবের নামে
হাদীসের ওই মসনদেতে,
জীবন দিলেন উজাড় করে
হাদীসের ওই সে খেদমতে।

ইলমের ওই সে আকাশ গায়ে
আপনি ছিলেন উজ্জ্বল তারা,
আপনার দারসে ইলমের বাগে
ছুটতো যেনো আলোর ধারা।

জ্ঞান পিপাসু ছাত্র সবে
আসতো ছুটে ইলমের বাগে,
আপনার দারসে বসলে একটু
ইলমের নূরের বাতি জাগে।

ইলমের ওই সে নূরের বাতি
নিভলো রে হায় চিরতরে,
ঘুমিয়ে আছেন ইলমের জাহাজ
এই যে নূরের ছোট্ট ঘরে।

আপনার ডাকে সাড়া দিয়ে
আসতো মুমিন সদল বলে,
ঈমানের ওই জজবা নিয়ে
জাগতো মুমিন দলে দলে।

আপনার কন্ঠের হুঙ্কার শুনে
কাঁপতো ভয়ে তাগুত সরকার,
আপনার ওই সে বজ্র কন্ঠ
শুনবো না তো কোনোদিন আর!

শায়খুল হাদীস আহমদ শফী
ছিলেন তিনি শায়খুল ইসলাম,
হাদীসের দারস যদ্দিন চলবে
থাকবে বেঁচে তাঁহার এই নাম।

চিরনিদ্রায় শুয়ে আছেন
হাদসের এই মহান দিকপাল,
তাঁহার মতো হাদীসবেত্তা
আর পাবে না ভাই কোনকাল।

                    ____♥____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৪

রচনাঃ- ২৫ / ৯ / ২০২০ ইং
শুক্রবার, মেরুল বাড্ডা, ঢাকা।