ওই দেখা যায় রাতের আঁধারে
আসছে যে এক দস্যু দল
ঠেকাবে তাদের এমন কেউ কি
আছে কি কোন অকুতোভয়
হঠাৎ করে এসেছে সে
কোন দুর্জয়
মুহুর্তেই কাত করে ফেলে সে
কোন বীরবল
কে জানি কোথা হতে রক্ষা
করলো মোদের মনে হয়
সে এক বীর যোদ্ধা
কালে কালে তার সুনাম করে
মোদের আত্মা
কভু নাকো হায়
ভুলিবো তোমায়
তুমিতো বীরবল