ভাষা আজ শিকলাবদ্ধ
ভাষা চায় আজ বাঁচতে ,
হাসতে হাসতে দাম্ভিক তুমি
ভাষাকে করেছো তুচ্ছ ,
অহংকারের লেবাছ গায়ে
শ্রদ্ধাকে করেছো ত্যাজ্য ।
তোমার মুখের বুলি কে করো প্রশ্ন !
তোমার মুখে পেয়ে স্থান,
সে কি হচ্ছে না বিরক্ত?
পান থেকে চুন খসলেই
দিয়ে দাও শত গালি ,
এভাবেই বুঝি ভাষাকে দিচ্ছ
সম্মান ভুরি ভুরি!