তুমি কি জানো,
নয়ন তারার সাদা ফুল
আমি খুব ভালোবাসি,
সময় পেলে গাছ টার পাশে আসি।
নিচে ঝরে পরা ফুল গুলো তুলে,
একটা একটা করে পাপড়ি ছিঁড়তে থাকি।
জানো, এই আকাশ আমার খুব প্রিয় ,
মাঝ রাতে ঘন্টা দুয়েক তার সাথেই থাকি,
রাতে যখন চাঁদ মামা সাদা সৈন্য নিয়ে হাজির হয়
তখন আমি তাদের সাথে বন্ধুত্ব করি।
জানো, আমার বাল্বের লাল শিখা ভালো লাগে ,
রাতে তার নিচে বসে
কল্পনায় হারিয়ে যেতে যেতে
হঠাৎ এক চিকন গলার শব্দ
আমার কানে আসে,
ভেঙ্গে যায় কল্পনা ।
তুমি কি জানো, বাস্তবে আমার
ঝরা নয়নতারা , নীল আকাশ,
তারা ভরা রাত , লাল আলোর বাল্ব
কিছুই ভালো লাগেনা।
ভালো লাগে শুধু আধার!
যে আধারে কোন ফুল ফুটবেনা ,
কোন নীলচে রং থাকবেনা ,
চাঁদ মামা তার সৈন্য নিয়ে আসবেনা,
লাল বাল্ব টিও জ্বলবে না ,
চোখের সামনে শুধু একটাই রং কালো ।