আকাশ সেজেছে তারার মেলায়,
থেকে যাবে সাঁঝ থেকে প্রত্যুষ,
অলকানন্দার মত রবে চেয়ে,
জমেছে মেঘ যাবে কি ছেড়ে?
বসেছে গ্রামীণ মেলা
সেজেছে তা অলোর প্রদিপে
কত মানুষ ,এত আলো আমার খুব ছিল না প্রিয় ,
তবে আজ বিষয়টা কেমন অন্য
এত আয়োজন লাগছে একটু ভিন্ন।
চারিদিকে এত এত শব্দদূষণ
তার মাঝে নজর নিলো একটি করভূষণ
দেখার জন্য যেইনা হাতটা দিলাম বাড়িয়ে
মধ্য বয়সী এক কিশোরী দিলো থামিয়ে,
তারও নাকি চাই সেই হাতের বালা
দোকানিকে তাই বলে, দিচ্ছে জালা।
কাছে গিয়ে শুনি তার ছিলো না টাকা
মুখ তার ছিল বিরাট ঘোমটায় ঢাকা।
পায়ে তার বাঁধা ছিল সোনালী নূপুর
খানিক পরে হলো মনে দেখছি তা -সেদিন দুপুর,
পরছিল বৃষ্টি টাপুর টুপুর
নূপুর বেজেছিল ঝুমুর ঝুমুর।
সেদিন দেখা হয় নাই ,তার মুখের আকার,
আজ তাই করবো চেষ্টা আছে যত প্রকার।
ত্যাগ করে লজ্জা পেছন ফিরি ,
অবাক বিষ্ময়ে দেখি
এক সুন্দরী তরুণী
আমার মুখোমুখি।
চোখে তার খেলছিল ভাবের খেলা
ঠোঁটে যেন গোলাপের পাপড়ি কাটা
ভ্রু জোড়া নিয়েছিল যমুনার বাঁক
মুখে তার ছিল খানিক চিন্তার দাগ।
হঠাৎ বললো আমায় ধার দেবে কিছু টাকা?
এত মায়াবী কন্ঠ যেন আমার চিরচেনা,
আমি হাবাগোবা দিলাম শত টাকা,
পকেট করে ফাঁকা।
পকেট থেকে টাকাও গেল, গেল শখের বালা
পাশাপাশি সেও গেল চোখে লাগিয়ে মায়া।
শুকতারা আজ লুকিয়ে মেঘের আড়ালে
ডাহুক ডেকে চলে সঙ্গীর বিরহে
আজ এই মিষ্টি মধুর সন্ধ্যা
শুধু তারই স্মরণে ।
হাতে নিয়ে চা এর পাত্র
রাত ফুরিয়ে সকাল হলো,
হয়নি তো ক্লান্ত,
তবুও আমার ছোট্ট মনটা করতে পারিনি শান্ত ।
দুপুর বেলা পুকুর পারে, আনমনে একা একা
হঠাৎ দেখি হাঁক পরেছে
পাড়ায় পরলো সাড়া।
মোদের গ্রামের কোন বিত্তবানের মেয়ে হয়েছে উধাও,
আমাকে দেখিয়ে বলে, ঐ ছেলেকে সুধাও,
বলি আমি ,নিজেই তো এক একাকিত্বের রাজা
আমাকে সুধিয়ে তোমারা, কোন ফল কি পাবা ?
হঠাৎ আমার নজর নিল একটি ছবি
এই মেয়েটি সেই মেয়েটি
যে এসেছিল কাল রাত্রি।
দুদিন বাদে খবর পেলাম
পেয়েছে নাকি তাকে
ঐ পাড়ার এক ধনীর ছলেকে
সে ভালোবাসে।
এরপর আর হলোনা দেখা
সূর্য ওঠা সূর্য ডোবা ,
মনে আমার খেলছিল ,সেই চাঁদনী রাতের মেলা।
কাদাখোচার দল কত এলো- কত গলো,
প্রকৃতি এক বসন্তের স্বাদ নিলো ,
সেদিনের সন্ধ্যা কি ছিল নিছক কল্পনা?
আজও দেখি আকাশে বিরাট সে চাঁদ
বাতাশে ভাসছিল অজানা এক ডাক,
বাহিরে গিয়ে দেখি ঐ দূরে আলো
বছর ঘুরে আবার মেলা এলো।
এবারও সঙ্গ দিলো জোছনা সে রাত
আমি এক আগুন্তক
মনে তীব্র বাসনা নিয়ে ,
হয়তো আমাদের আবার দেখা হবে
এই নয়নাভিরাম রাতে ।