দগ্ধ মনে কয়েক ছিটা হেক্সাসোলের ঝাড়ি
বার্ণ ক্রিমের লড়াইয়ে আজ ক্লান্ত দগ্ধ  নাড়ি ,
আবদ্ধ হয়ে আসছে মনের চারিপাশ
চারিদিকে আজানা রহস্যময়ীর অজানা বিচরণ  ।
আচারণের মাঝে কেমন খাপছাড়া ভাব
সাধারণ হতে গিয়ে নষ্ট হচ্ছে সভাব,
অভাব গ্রাস করছে পিঞ্জিরার প্রতিটি কোনা
জিঞ্জিরার বন্দি পাখির মত উত্তেজনা ।
শুধু এক বার ,
শুধুই একবার
সুচয়নার চোখ জোড়া দেখতে চাই
বছরের পর বছর হলো পার
সেই চোখের কোন সন্ধান আর নাই ।