লতানো গুল্ম যাচ্ছে হেরে,
ইট করছে দখল , সে স্তরে।
আফিমের কড়া ঘ্রাণ
ছড়িয়েছে শহরের প্রাণে,
নিয়ম কেড়েছে ,
দিয়েছে পাথুরে মন ।
হেলোজেন লাইট থেকে শুরু ,
নিয়ন-এল ই ডির রাজত্বে
আজ গোটা শহর ,
কেও আকাশ দেখেনা ,
শহুরে আকাশে কেমন বন্দী ধূসরতা ,
যার নিচে শূন্যতা আর বিষাদের খেলা।
রাস্তায় দানব ছোটে
নানান রঙের দ্রুতযান ,
বিকট শব্দে চারিপাশ অস্থির
কাপে শিশুর নিষ্পাপ প্রাণ।
শহরে হাজারো অলিগলি,
বখাটে চোরের ছড়াছড়ি
এই শহরেই হাতেখড়ি ,
সাধারণের সর্বস্ব যায় চুরি।
এ শহর কেমন হতাশ
সবার মনে অজানা ভয় ,
চিন্তার বৃষ্টি হলে
এ শহর যেত ভেসে  ,
ডুবে যেত হাজারো দালান
ডুবে যেত কয়েক কোটি‌ মানব যন্ত্র।
শহরের ফুসফুস পচে নষ্ট
হৃৎপিণ্ড এই জীবনী গ্যাস চায় না ,
শহরের বুকে তাই ক্যান্সার ,
প্রতিষেধক আমাদেরই হাতে
কিন্তু, কেও চায় না ।