দুঃস্বপ্নের রাত্রি শেষে
অমরাবতী তে ফুল কি হাসে ?
এ জীবন থেকে হারিয়ে,
অন্যর বাগানে দোলে ।
অলকানন্দা র কোনে,
ছোট্ট শিশির কণা
কেও তো দেখে না,
ঐ অভাগার রোনা।
সুখ নাই, সুখ নাই ,
দুঃখ দিয়ে গড়া,
শব্দের সাথে তাই , হয় না বনিবনা।
কোমল মনে রুক্ষতার ছাপ ,
সুক্ষ কোন খাতায় ,
লিখতে চাই আমার মনের ভাব।
সে ভাব একান্ত নিজস্ব
যার সারাংশ লিখতে চাইলে হতে হবে নিঃস্ব,
মাঝে মাঝে মনে হয় এ কেমন ধরা,
বাইরে সজীব তার ভেতরে মরা ।