সেই চোখের সন্ধান চাই,
যে চোখে নক্ষত্রের আলোক ছোটে ,
যে চোখ কালো ফিঙের রূপে ,
নাচে রাতের সুরে।
কোন দিন তো কথা হয় নি
শেষ দিনেও কথা হয়নি ,
তবে, দেখেছি সেই চোখ,
যার গভীরতায় আমার হৃদয় ডুবেছে ।
কয়েক হাজার শব্দের বর্ণনায়
সেই চোখ পাবেনা পূর্ণতা ,
অতৃপ্ত হৃদয়ের অপূর্ণ ইচ্ছায়
আজো খুঁজে বেড়াই ।
শহরের নিখোঁজ বিজ্ঞপ্তিতে
সহস্র বছর লেখা থাকুক ,
"সেই চোখের সন্ধান চাই" ।