আমি  কালপুরুষের ঢাল নিয়ে ছি  
রাতের  আকাশ থেকে  ,
সেই ঢাল আজ আমায় ঢেকেছে
আটকে রেখেছে চার দেয়ালে।
আমি শিউলির মালা গেঁথে ছি,
শীতের সকালে ,
শিউলির মালা শুকিয়ে খটখটে
আছে কোন বইয়ের ভাঁজে ।
আমি সেই চোখ দুটো শেষ দেখেছি,
কোন এক ফাগুনের দুপুরে,
হাজার ফাগুন আসবে যাবে
সেই চোখ রয়ে যাবে স্মৃতির কোটরে ।