আমাদের শেষ দেখা হয়েছিল
কোন এক গ্রীষ্মের
রোদেলা দুপুরে,
তোমার এক পায়ে দেখেছি
সিলভারের প্রলেপ দেয়া
একটি নূপুর,
তোমার মৃগাক্ষী জোড়া
মোটা লেন্সের চশমায় ঢাকা
এই প্রথম তোমায় নাজরাতে দেখা ,
আমাদের কখনো কথা হয়নি
দেখা হয়েছে বহুবার
সেই অদ্ভুত দৃষ্টি এ হৃদয়কে করেছে একাকার ,
চাইলেও কি সে পথে আবার হবে যাওয়া ?
দেখা হবে কি সেই মৃগাক্ষী জোড়া?
তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা ঘোচাতে
আসবে কি তুমি পূর্ণতা ?
হয় তো না , এসব আমার নিছকই কল্পনা
পরমাণু যুদ্ধের তেজস্ক্রিয়তার মত
তুমিও থেকে যাবে বহু বছর ,
এঁকে যাবে, এই ক্ষুদ্র মনে শত আল্পনা।