চিন্তায় অন্তিম ,
কল্পনায় ছয় ফুটের বিশাল দেহ ,
সাদা কাফনে প্যাঁচানো , নিস্তেজ নিস্তব্ধ ।
চারিপাশে আতর আর আগরবাতির কড়া ঘ্রাণ ,
গোসল শেষে বড়ই পাতার জল পড়ে আছে এক কোণে ,
চাপা রোনার আওয়াজে ভাসে চারি পাশ, প্রতি ক্ষণে।
আমার চপ্পল জোড়া আজ হয়েছে অনাথ,
দু পকেটের প্রিয় চেক শার্টের গায়ে,
টাটকা মানুষের গন্ধ;
যে গন্ধ খুব চেনা, হয়তো আমারই ।
মোবাইলের নোট বুকের পাসওয়ার্ড কেবল আমারই জানা ,
হয়তো খোদা ছাড়া আর কেও জানে নি ,
কবিতা গুলো করছে ছটফট ,
তারা চায় আমার মত মুক্তি।