শহর জুড়ে ঝুম বৃষ্টি ,
প্রতীক্ষা কখন মেঘ কাটে ।
শহরের অলিগলি ঘুরেছি সারাটা দিন ,
মানুষ দেখেছি ,
সাদা-কালো ,খয়েরি-মেরুন
কয়েক রংয়ের মানুষ ,
ফানুসের আলোর মত
টিপ টিপ করে চলতে থাকা
হৃদপিন্ডের মানুষ ।
টিপ টিপ করা এই হৃদপিন্ডের মাঝে
আমি শত রাগ, অভিমান ,ঈর্ষা দেখছি ,
হৃদয় পুরিয়ে ছাড়খাড় করার মত কষ্ট দেখেছি,
শক্তিশালী এক পুরুষের কান্না দেখেছি ।
আমি দেখেছি, জোড়া শালিকের অবুঝ প্রেম
আমি দেখেছি, এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা
আমি দেখেছি , মানুষের প্রতি মানুষের এক অদৃশ্য অনুরাগ,
আমি খুঁজেছি, আমার ভালোবাসা।
এই ঝুম বৃষ্টি ,
আমার জীবনের সব দাগ মুছে দেবে
মুছে দেবে আমার প্রচেষ্টার প্রতিটি বিন্দু,
তাই, আমি নিন্দুক রেখে যেতে চাই ,
যাদের কারনে, এই শহরে,
বহুদিন আমার নামের চর্চা হবে ।