কালপুরুষ নীহারিকা কালে কালে একা,
কোন নীলাঞ্জনা আজও দেয় নি তাকে দেখা,
দক্ষিণা খিড়কি থেকে প্রতিরাতে হয়তো কেও চেয়ে থাকে,
যদিও কালপুরুষ আসবেনা তার পানে , সেও পারবেনা যেতে।
তাদের কথা হতো প্রতি রাতে,
‌ভাষাহীন সেই কথায় খানিক মায়া বাড়ে,
সুনয়নের মত নয়ন জোড়ায় ভাব খেলে,
কাল পুরুষের পাঠানো প্রভায় আদৌকি এত শক্তি থাকে?
হয়তো ছিলো না  ।
তাই আজ দেখি দক্ষিণা জানলা বন্ধ!
সারা বাড়ি ছিল আলোয় আলোকিত,
বাজছে সানাই, কত মানুষ, কত সমারোহ।
জোছনার আলো আছে,
তারা ভরা যামিনী আছে ,
আছে সেই কালপুরুষ নীহারিকাটি,
কিন্তু দক্ষিণ বাতায়নের সেই অঙ্গনা আজ নেই ।
আজ তার  পরিণয়ে হয়তো গল্প ইতি টেনে নেবে,
কালপুরুষ আরকি তার দেখা পাবে?
কালে কালে কালপুরুষ একা রয়ে যাবে।