চোখ ছলছল
বৃষ্টির জল
শুকিয়ে গেছে ,
হেরে যাবে
তোমাদের ছল।  
ক্ষণিকের ছন্দে
মন নেচে উঠবে
তা থৈ তা থৈ ,
তবলার বোলে
ধিন তেরে কেটে তাক ।
হাক ডাক হয়
গুঞ্জন শুনি ,
সৌরভী মালা ,
গেছে নাকি চুরি
যা রটে
তার কিছু ঘটে ,
নিষ্কলুষ সঞ্জীবনী রস
পিহাইছে মায়াবিনী ।
বিহ্বল হৃদয় পরিপ্লুত,
বিষের বাঁশির তানে  
সম্মোহনী গানে
কুচকাওয়াজের বেশে,
দাড়িয়ে আছে কয়েকশ'
হযবরল শব্দ।