দু ঠোটের মৃদু বৃহৎ প্রসারণ
সাথে মুক্তা মালার মত
দন্তপঙ্ক্তি সব এক হয়
আননে যেন আম্রকানন।।