দেড় কেজিতেই সব তথ্য
ঠুসে ঠুসে রাখে ,
কখন কোথায় কিভাবে
চলতে হবে আমাকে ,
তার হাতেই তো থাকে ।
আমার কায়া কেবল‌ই উপলক্ষ্য,
মস্তিষ্কের কাছে সে নস্যি,
হন্ন হয়ে খুঁজছি লাগাম
পেয়ে যায় বার্তা , সেই আগাম ।
সে এক অপরাজেয় যোদ্ধা,
তার কাছে আমি পরাজিত প্রাণ ।
যত দুষ্ট মিষ্টি মন্দ ভালো
তার ভেতরে‌ই জমে,
মাঝে মধ্যে সাধু সেজে
বিবেকে টান মারে ‌।
বুদ্ধি রাখে সব ছড়িয়ে
চেনায় মানুষজন,
নিউরোন কে সঙ্গে নিয়ে
দেখায়  সংবেদন।
মেরুদন্ডীয় তরলে,
থাকে একা পরে ,
একা হলে হবে কি
সেই তো সব করে।