ফেব্রুয়ারির শেষ দিন গুলো আমার বিরক্ত লাগে
কেমন একটা রিক্ত লাগে ,
বিষাক্ত বাতাসে কার যেন মৃদু গন্ধ ভাসে।
সময়ের কাটাটা কেমন ঘুরতে শুরু করে উল্টো ,
এই ফেব্রুয়ারি শেষ হলে মার্চের শুরুটা আরো বেশি বেদনার্ত।
মন ছুটে যেতে চায়, সেই ধুলোময় প্রাঙ্গণে,
শকতক মানুষের মাঝে আবার খুঁজে নিতে ,
দ্বিবলয়ের মাঝে থাকা সেই দ্বিচক্র ।