নিঝুম রাত কেটে যায়,
ঘুম আসে , ঘুম নাই ,
পাখি এক ডেকে চলে বিরহের ডাক ,
গম্ভীর মনে চলে হতাশার হাঁক।
ফাঁকে ফাঁকে কার যেন ছায়া ঘুরে ফেরে
আসমানী যমদূত আসলো কি তবে ,
ফুরিয়ে আসছে তেলের প্রদীপ
হয়তো , বদ্বীপ আর আমায় চায়না ,
আয়নায় ভাসা কায়ার বয়ান
কেও‌ বোঝে , কেও বোঝে না  
সময় তো ফুরায় ,
তবুও এই দীর্ঘ রাত যায় না ।