পাঞ্জেরি তুমি না দেখালে পথ,
নৌকা চলতো কেমনে?
রানার তুমি না ছুটিলে রাত ভোর,
তথ্য আসিবে কি যতনে?
মুচি যদি না থাকিত এই ধরণীতে,
শুন্য চরণে রানার চলতো কেমনে?
মিস্ত্রি যদি না করিত কাজ, বন্ধ থাকতো ঘরে
পাঞ্জেরি তুমি কেমনে দেখাতে পথ,
নৌকা বিনা সাগরে?
সুতারি যদি না বানাতো সুতা,
মুচি তুমি করতে কি?
বন্ধ হতো রানার মুচির কল্প কাহিনী।
সবার আগে পেটে থাকা চাই অন্ন,
অন্ন ছাড়া এই জগত ভূবনে হয়ে থাকে সব শূন্য।
শুনে একথা প্রশ্ন করলো রানার সুতার দুজনে,
কে করে এই কাজ?
কে সেই কিংবদন্তি?
দেখিতে চাই তারে  দু নয়ন ভরি ।
বলিল লেখক মুচকি হাসি হেসে,
চলো তবে ঐ মাঠে,
তীব্র গরমে মুষল বৃষ্টিতে,
দেখতে পাবে তারে!
ঐ দেখ সে হাকিয়া চলছে,
মাথা ভরা ধন নিয়ে।
কালো মত রং,হাড্ডি দেহতে,
নাই কোথা কোন মাংস
তারি মাঝ হতে উকি দেয়
তার সাদা দাঁতের অংশ।
জানিনা কত রাত ঘুমাতে পারেনি,
ক্ষেতের চিন্তা নিয়ে,
তার অন্ন খেয়ে ঘুমায় পৃথিবী,
নাকের বাশুরি গেয়ে।