অফুরন্ত সময়ের আড়ষ্টতা আমাকে পাকড়াও করেছে,  
কেড়ে নিতে চায় চলন বলন শক্তি
আকুতি করি, মিনতি জানাই,
যা পাই তার সব যদি হারাই,  
তবে পাবার মাঝে সুখ কোথায়?