নিরবে নিভৃতে বসুধার বুকে
আজ ঢলে পড়ে চোখ ,
জোনাকিরা সব সেজে আছে ।
কেটে গেলে শোক ,
তারা আবার আলোকিত হবে
লুসিফেরিনের আলোক ছটা ছড়িয়ে দেবে ,
কুড়িয়ে নিয়ে ,
আমার পাশে রেখো ।
পরিচিত শিউলি গাছটার একটা কলম
পাশের মাটিতে পুঁতো ,
শীতের সকালে লাল-সাদা চাদরে
বিছানো আমায় পাবে ।
হয়তো এসব আমার দৃষ্টি দেখবেনা
কারন আমার ঘুম ভাঙবে না ,
স্কাইকোয়েক এর বিকট চিৎকারে
আমার ঘুম ভাঙবে না ,
ক্রিকেট ,ঝিঁঝিঁ , ড্রাম পোকার তীক্ষ্ণ শব্দে
আমার ঘুম ভাঙবে না ।
আমার ঘুম ভাঙবে না
সুমধুর কন্ঠে তোমার তিলাওয়াত শুনে ,
আমার ঘুম ভাঙবে না
পোষা গুপিগলাটির মিষ্টি সুরে।