বিষাদের করুণ পঙক্তি শুনে
যদি জন্ম নিতো তোমার মনে করুণা ,
তখন , তুমি যদি বলতে,
জানালেই হতো !
আমি অবাক বিস্ময়ে
সেদিনও তাকিয়ে রবো,
সেদিন ও মুখে আসবেনা ভাষা
কারণ এই ভালোলাগা
শুধুই একতরফা ।
কি এক অদ্ভুত শক্তি আছে একতরফায় ,
একজন জানেনা তাকে কেও ভালোবাসে,
অপরজন পারেনা জানাতে ।
নক্ষত্র গুলো বিষ্ময়ে তাকিয়ে থাকে রোজ,
সব একতরফা রোগে আক্রান্ত প্রেমিক
পাক তার পূর্ণতার খোঁজ।