আজ হাজারো সুবাসিত গোলাপ পরে আছে আঁস্তাকুড়ে ,
পরিচিত মুখ গুলো ঢাকা পরেছে ধোঁয়াটে আবরণে
এক দিনের ভালোবাসায় সমাপ্তির চিহ্ন টেনে ,
গুনাহের পাহাড় মাথায় চাপিয়ে বসে আছে, একটি দল ।
নিম্নমানের এই ভালোবাসা গুলোর ফল
আমাদের স্বচক্ষে দেখা,
একদিনের আয়োজনের বিবর্ণ রুপ সকলের কাছেই চেনা ।
তবুও আমরা ফিরে ফিরে আসি,
পাপ জেনেও মুখ বাঁকিয়ে বলি ,
এটাইতো , একুশ শতকের সংস্কৃতি।