পুড়ে চলেছো তুমি
এক এর পর এক জলন্ত সিগারেটে
তবু আবার কেনো ফিরে আসা,
প্রতিবার নতুন সিগারেটের ধোঁয়ায়?
ফের তো পুড়েই যাচ্ছো
আশা গুলোকে ছাই এর মতো উড়িয়ে দিয়ে
এ দূর্গন্ধ হাওয়ায়।

উড়ে চলেছো তুমি,
আবারো,
'খাঁচা' নামক মুক্তির খোঁজে অন্য কোথাও,
অনাহারে তো কেওই বাঁচতে পারে না ?
তাইতো আমি মরে গিয়েছি
আঁকড়ে ধরে খাঁচাটি
তা পঁচে যাওয়ার দূর্গন্ধে
বাতাস আজ বিষন্ন,
ফের পুড়ে চলেছো তুমি।