একটা নির্জন রাস্তা আর হয়তোবা শেষ রাতের সন্ধিক্ষণ ছিলো,
যখন তোমায় জরিয়ে ছিলাম,
এই শেষবারের মতো
ঈশ্বর যেনো আমায় ধ্বংস করে দেন।
এইতো কিছু মুহূর্তেরই শুধু ব্যবধান
তারপর তোমার অশ্রু হয়ে মৃদু সেই হাসিতে ফুটে ওঠি!
তারপর আমরা ফিরি জংশনের ভেজা কাকঁ হয়ে,
মহাপ্রলয়ের ভালোবাসায় ঝাপটে ধরে!
ঐ দুচোখের ভিতর....
কী আশ্চর্য!
আমি যেনো প্রতিটি ধূলিকণা,
তোমার প্রতিটি ভেজা পালকে যেন আমি!
আমরা ফের ফিরি,
প্রতিটি সপ্নে,
হাজারো করবী এর বাগান হয়ে,
নয় তবা কোনো নির্জন রাস্তায় জরিয়ে ধরা
তবায়েফ এ ইশক হয়ে।
হয়তো ধূলিকণারা হাওয়ায় উড়ে যায়,
তোমার হ্রদয় যখন ফিরিয়ে নাও,
হাজারো মানুষের ভীরে তুমি হারিয়ে গেলে,
ল্যাম্পপোস্টের আলো হয়তো ঠিকই তোমায় পৌছে দেয়,
তবে
ঈশ্বর আমায় ধ্বংস করে দাও।