জোৎস্না-যামিনী মোর,
এ দোযখ হীন কবর,
যেখানে অনুভূতিরা উদাসীন,
দেখিলাম সেখানে একদিন,
ক্ষীন বাতাসে..
চেয়ে আছো হয়ে গুলবার,
কারণ তো রয়েছেই খালাসি হয়ে এ হৃদয়-সমুদ্রে পাল তুলবার!

শিল্পী বিহজাদের রঙিন তুলি,
আঁখি জোড়া আকা হলো তোমার,তাই তো বলি!
এ অন্ধকার কূপে,
এত সুধা দেখালে সে কী রুপে!

নির্বান হৃদয় বিহঙ্গ,
তোমার স্বর্নকেশী চুলে,
কোটি বছরের বিষাদ গুলো ভুলে,
এ কারাবাস রীতি করল ভঙ্গ!

ধূলা-মন্দির কোনে,
ঘাসের পাটাতনে,
উড়ছ তুমি সেকি!
তখন চেয়ে দেখি,
তিতলি তুমি,বাহ!
তৎক্ষনাৎ ই ক্ষয়ে গেল
রঙ্গিন খোয়াব টাহ!