একটা রঙ চটে যাওয়া ক্যানভাস,
ভাবমূর্তিহীন এই নগ্ন প্রান্তরে,
পড়ে আছে সে কতকাল যাবৎ,
কে জানে।
পোড়া দেশলাই রঙা তুলি
আর ভাঙা রঙের কৌটোটা
সুধোয়,
এ শুধুই একটি ছবি
এর নেই কোনো মানে।
একটি ছবি,
সেখানে তুমি নেই,
কিন্তু ঘাসফুলে ফোটা ছোট ছোট সুখ গুলো খুব রঙিন,
পুরনো ক্যাসেট প্লেয়ারটায় অবিরত বেজে যায় 'সেভেন ডেফোডিলস'।
তবে,
আমার রঙ টুকু করা হয়নি,
খাপছাড়া একখান ভাব রয়ে গেছে ,
যার পুরোটুুকু জুড়ে সাদা-কালো,
ঐতো পরে থাকা দেশলাইয়ের খালি বাক্সটারই মতো,
কেন এমন হলো?
জানতে চায় আমার বিক্ষুব্ধ শিরা-উপশিরারা,
"ক্ষত"
কোথায়?
শুধু আমার দৃশ্যেই নাকি শিল্পীর হাতেও?
তাদের সামলানো যায় না!
ঘাসফুলেরা কেন রঙিন?
"কারন আমিই ক্ষত"
রঙের কৌটো কেন খালি?
"কারন আমিই ক্ষত"
'সেভেন ডেফোডিলস' কেন আজও বাজে?
"কারন আমিই ক্ষত"