মাস্তুলটা দিয়েছেই ভেঙ্গে
এক ঝাঁক বিহঙ্গের দল..

তবু ভাঙা মাস্তুল সমেত জাহাজী দিচ্ছে পারি,
এ নীল উত্তাল বিষাদ সমুদ্র, কিছুতেই তাহার পিছু না ছাড়ি।

নির্জীব তাহার নিষ্পলক দৃষ্টি,
দূরবিন হয়ে অতি দূর..
শ্রান্ত হেসে,
খুঁজছে এ পথ শেষের ছায়া,
যেমন
বারুদ মিশ্রিত রক্তের গন্ধে
মাতাল বিপ্লবী..ছেড়েছে এ জীবনের মায়া।

কোটের বুকপকেটে,
হৃদয় এর সন্নিকটে,
থোকায় থোকায় হাসনুহেনা গুচ্ছ,
শোনায় গান এ মিষ্টি মৃদু হাওয়ায়..

"এ পাথার হৃদয় স্রোত
অতি তুচ্ছ,
আর হইয়োনা না সমুদ্র সারশ এবার
হও শুভ্র মেঘ গুচ্ছ! "