ফের একটিবার চোখাচোখি হওয়ার লোভ,
"কাপুরষ!"
উত্তপ্ত জনসমুদ্রের ঢেও ঠেলেঠুলে,
তথাকথিত নিষিদ্ধ তোমার কাছে পৌঁছুবো বলে,
অগুনতি সিরি পেরিয়ে গেছি
তবু একচুল ও স্পর্শ পাইনি,
আর ওদিকে মনের মন্দিরে বাসা বাঁধা পায়রাটা উড়ে গেছে
চিঠিখানা ফেলেই,
ভালোবাসাগুলো প্রতিটি অক্ষরে বন্দী,
কামনারা পায়রার ডানা হয়ে গেছে।

এ যুদ্ধে হেরে যাবো,
তা জানি
নয়তো এক সাহারা পায়রা ধার করতাম,
সাদা খামে পৌঁছে দিত তারা চিঠি,
মুক্ত ভালোবাসার মিছিল
পায়রাগুলোর প্রতিটি পালকে...
আর হয়তো তুমি জানতে পারতে,
ঐ কোঁকড়া চুলের একেকটি অপূর্ন বৃত্তে
হৃদয়ের ঘাটে তোমায় ছুঁয়ে দেখার আকাঙ্খা,
তবে,
তবে আমিতো হেরে যাবো
কাপুরষ বলে নেয়,
কামনা ভেজা এ পায়রাটা
চিঠি খানা ফেলে গেছে!