গরাদের শিকল গলিয়ে হাত বাড়ালাম..
ছোট্ট তৃণ ফুলটাকে ধরবো বলে,
একটুর জন্য নাগাল পেলাম না
ঠিক তোমার হাতেরই মতো,
শেষমেশ 'অদৃষ্টের পরিহাস' কি এই...তাহলে?

তারপর..
কত ঝড় হলো,
বৃষ্টি হলো,
তবু ঠিকই দারিয়ে রইলে
চোখে নিয়ে শত সহস্র ঘৃণা,
অপেক্ষা করলে
এ হ্রদয় পঁচে বারুদের গন্ধ হবার,
তাই নয় কি তৃণা?

গারদ যখন তাজা বারুদের গন্ধে উল্লসিত
তখন ঝরে গিয়েছে তোমার শুষ্ক পাপড়ি গুলো
হাওয়ায় তারা উড়ে চললো,
একটা কার্তুজ আর দেয়াল ভর্তি রক্তের দাগ নিয়ে বারুদের গন্ধ,
ঠিক আজও এখানে পরে রইল।