কই হারালো শৈশবের ঐ
নিত্য নতুন সাঁঝ,
হন্যে হয়ে খুঁজছি যাকে
দিগন্তের ঐ মাঝ?
কই হারালো ক্রিকেট খেলা
দেওবনের ঐ মাঠে,
কোথায় আমার নৌকা চড়া
বাঁশতলীর ঐ ঘাটে?
কোথায় খাওয়া চরুইভাতির
গোস্ত রুটি ডিম,
কোথায় মাঠে দৌড়ানো আর
হাট্টিমাটিমটিম?
নদীর বুকে লাফিয়ে পড়া
হারিয়ে গেলো কই,
বদলে গেছি আজকে আমি
সেই আমি আর নই!