এখনই সেই নৈর্ব্যক্তিক ক্ষণ,
যে কথাগুলো বিদগ্ধ বালুর উত্তাপ থেকে নিয়ে এসেছি
সারা প্রাণ ভরে তোমাকে তার কিছু দিতে চাই।
তোমার ব্যথা-বিধূর মনে পুলক-দীপ্তির ঝলক ফিরিয়ে আনতে চাই।
পূত, নিঃস্বার্থ প্রেমের প্রদীপটি আজ আমি জ্বালাবো।
আজ আমার নিঃশ্বাসে হিমেল কূয়াশা,
শরতের নিশি-ভোরের জাগরণী সুর,
মনে পড়ে এসেছিলাম আমি
তোমার দেউলে শুষ্ক মরুর দাহ নিয়ে,
সেদিন গাঁথিছিলে তুমি সঙ্গোপনে
অনেক ফুলের একটি মালা।
সেদিন জানতাম না—কালবৈশাখী আর সাগরের বুকে
একটি অস্তপ্রায় সূর্যের প্রতিফলন এক নয়।