জীবনের গভীর গহনে
আমি প্রবেশোন্মুখ,
যেখানে দ্বন্দ,সংঘাত নিরন্তর
মানুষে,মানুষে,
আবর্তিত হচ্ছে জটিল জটাজাল,
আর
আমার অসহায় আত্মা সেখানে
মুখর তীব্র প্রতিবাদে,পরাজিত বারংবার
সময় এবং সমস্যার কাছে ।
পায়ের নীচে চৌচির হচ্ছে মাটি,
ফিরে যাচ্ছি,
এখনও উপড়ে ফেলা যায়
বৃক্ষের শিকড়,
হে রাজহাঁস, ধবল সুন্দরম,
দোহাই, উপড়ে ফেলনা আমার চোখ,
চোখের পটে অনিশ্চিত ভবিষ্যত !